সাহিত্য

সৃষ্টিকর্তার সন্ধান

রাতের আকাশ ভরে আছে অসংখ্য তারায়। রাফির মনে হল, ওই তারাগুলো যেন তার বুকের ভেতরকার জমে থাকা প্রশ্ন—উজ্জ্বল ঠিকই, কিন্তু উত্তরহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন পড়ে রাফি। আজও এফ. রহমান হলের ছাদে একা। বই খুলে রাখা, চোখে বইয়ের দিকে নেই—মনের গভীরে ...