রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। তিনজন যৌথভাবে এবার এ পুরস্কার জিতেছেন।সুসুইডিশ অ্যাকাডেমি সোমবার (১৩ অক্টোবর) বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক ...