প্রকাশিত : ০৭:৪৭
২৫ আগষ্ট ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:৫৪
২৫ আগষ্ট ২০২৫
এবার গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে এমন এক ফিচার। এতে ব্যবহারকারীরা চাইলে দ্রুত অনুবাদ অথবা আরও নির্ভুল অনুবাদের মধ্যে নিজেদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, অনুবাদ অভিজ্ঞতাকে আরও উন্নত করবে নতুন এ সুবিধা ।
প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, নতুন ফিচারে থাকবে দুটি মডেল—‘ফাস্ট এআই’ এবং ‘অ্যাডভান্সড’। ‘ফাস্ট এআই’ মডেল গতি ও কার্যকারিতাকে অগ্রাধিকার দেবে, যা চলতি কাজ বা দ্রুত কোনো তথ্য অনুবাদের জন্য উপযোগী। অন্যদিকে, ‘অ্যাডভান্সড’ মডেল গুগলের জেমিনাই এআই-চালিত, যা অনুবাদকে আরও নির্ভুল ও প্রাসঙ্গিক রাখবে। বর্তমানে ‘অ্যাডভান্সড’ মোডে ইংরেজি-স্প্যানিশ ও ইংরেজি-ফরাসি ভাষা জুটির অনুবাদ সুবিধা চালু হয়েছে।
গুগল ট্রান্সলেটের সর্বশেষ সংস্করণে (৯.১৫.১১৪) আরও কিছু দৃশ্যমান পরিবর্তন এনেছে কোম্পানিটি। ভয়েস ইনপুট বাটন ছোট করে স্ক্রিনের ডান পাশে সরানো হয়েছে। মাইক্রোফোন, হাতের লেখা ও পেস্ট টুলকে একত্রিত করে নিচে নতুন টুলবারে রাখা হয়েছে। পাশাপাশি, কনটেন্ট সংরক্ষণের জন্য যুক্ত হয়েছে বুকমার্ক বোতাম।
শুধু অনুবাদ নয়, ভাষা শেখার অভিজ্ঞতাকেও নতুন মাত্রা দিতে গুগল চালু করছে ‘প্র্যাকটিস মোড’। এটি এক ধরনের গেইমভিত্তিক অনুশীলন ব্যবস্থা, যা সরাসরি প্রতিযোগিতা করবে জনপ্রিয় ভাষা শেখার প্ল্যাটফর্ম ডুওলিঙ্গোর সঙ্গে। ব্যবহারকারীরা এখানে প্রাথমিক, মধ্যম ও উন্নত পর্যায়ের মতো বিভিন্ন স্তর বেছে নিতে পারবেন। খাবার, শুভেচ্ছা বিনিময় বা দিকনির্দেশনার মতো নানা পরিস্থিতিতে অনুশীলনের সুযোগও থাকবে। চাইলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম প্র্যাকটিস দৃশ্য তৈরি করতে পারবেন, যেখানে শুনে বোঝা বা বলার চর্চার বিকল্প থাকবে।
২০০৬ সালের এপ্রিলে যাত্রা শুরু করা গুগল ট্রান্সলেট প্রথমে ছিল পরিসংখ্যানভিত্তিক একটি অনুবাদ টুল। সময়ের সঙ্গে এটি এখন নিউরাল মেশিন ট্রান্সলেশন সিস্টেমে রূপ নিয়েছে, যা বর্তমানে ১৩০টিরও বেশি ভাষা সমর্থন করে এবং প্রতিদিন শত শত কোটি অনুবাদের কাজ করে। অন্যদিকে, ২০১১ সালে চালু হওয়া ডুওলিঙ্গো এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভাষা শেখার অ্যাপ, যেখানে গেইমের মতো পাঠদান ও এআই-চালিত ফিচারের মাধ্যমে ভাষা শেখা আরও সহজ ও আকর্ষণীয় হয়ে উঠেছে।