প্রকাশিত :  ১৬:০৭
২১ সেপ্টেম্বর ২০২৫

ঢাবি শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু

ঢাবি শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে  বলল ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছে তার নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু নেতারা।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদরাসায় রূপান্তরিত হয়েছে বলেও মন্তব্য করেছেন।

ডাকসু জানায়, এসব মন্তব্যের মধ্য দিয়ে ফজলুর রহমান শিক্ষার্থীদের প্রতি তার চরম বিদ্বেষ ও সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাব প্রকাশ করেছেন। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ঘৃণ্য মনোভাব জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই একটি বহুসাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ অতিক্রম করেছে।

ডাকসু জানায়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দেওয়া ফজলুর রহমানের ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

ডাকসু আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যেকোনো অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের বিরুদ্ধে ডাকসুর অবস্থান দৃঢ় থাকবে।



Leave Your Comments




শিক্ষাঙ্গন এর আরও খবর