প্রকাশিত :  ০৮:৫৬
১০ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:০৫
১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে জয় পেলেন চোখ হারানো জসীম

ডাকসুতে জয় পেলেন চোখ হারানো জসীম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেলেন জসীমউদ্দিন খান। তিনি পেয়েছেন ৯ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাকি পেয়েছেন ৩ হাজার ৯২২ ভোট।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে চলে ভোটগ্রহণ।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস এবং ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।

সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।  



Leave Your Comments




শিক্ষাঙ্গন এর আরও খবর