প্রকাশিত :  ১৩:১৭
০৪ ডিসেম্বর ২০২২

রাজা চার্লসের অভিষেকের আগে বদলাচ্ছে ঐতিহাসিক মুকুট

রাজা চার্লসের অভিষেকের আগে বদলাচ্ছে ঐতিহাসিক মুকুট

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লেসের অভিষেককে কেন্দ্র করে ১৭ শতকের সেন্ট এডওয়ার্ড ঐতিহাসিক রাজ মুকুটের কিছুটা পরিবর্তন করা হবে। শনিবার ব্যাকিংহাম প্যালেস জানিয়েছে, মুকুটটি ইতোমধ্যে প্রদর্শন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্যালেস জানায়, ‘আগামী বছরের ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে।’

রাজা তৃতীয় চার্লস যে মুকুটটি পরিধান করবেন তার ওপরের অংশটি বেগুনি রঙের। উচ্চতা ৩০ সেন্টিমিটার। এটি বেশ ভারী।

মুকুটটি শেষবার রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় পরেছিলেন। আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লস (৭৪) তার স্ত্রী রানী কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। অনুষ্ঠানেরে পর ৮ মে জাতীয় ছুটি থাকবে দেশটিতে।

গত ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপরই তার ছেলে চার্লস সিংহাসনে বসেন।



Leave Your Comments




আরও এর আরও খবর