প্রকাশিত :  ১৪:৫৬
১০ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট: ১৫:৫৯
১০ অক্টোবর ২০২২

ইউক্রেনে জার্মান দূতাবাসে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে জার্মান দূতাবাসে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের জার্মান দূতাবাসে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

ইউক্রেনের বিভিন্ন শহরে আজ সোমবার মুহুর্মুহু হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, আজ সকালে অন্তত ৭৫ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে নতুন করে বলা হয়েছে, রাশিয়া মোটে ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরমধ্যে ৪৩টি ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করার একদিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী এই হামলা চালিয়েছে। রিপোর্ট, হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সরাসরি প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে অবস্থিত জার্মান দূতাবাসের ভবনেও রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

তবে দূতাবাস ভবনে হামলার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।


Leave Your Comments




বিশ্ব সংবাদ এর আরও খবর