প্রকাশিত :  ১২:৩৩
০৮ অক্টোবর ২০২২

১৫ মিনিটে উবারের ভাড়া ৩৩ লাখ!

১৫ মিনিটে উবারের ভাড়া ৩৩ লাখ!

অর্থনীতি ডেস্ক: উবারে চড়ে ভিটামাটি বিক্রি হওয়ার জোগাড় এক যুবকের। প্রথমে তো ভেবেছিলেন দুঃস্বপ্ন দেখছেন। কারণ সাড়ে ছয় কিলোমিটারের যাত্রায় উবারের ভাড়া ৩২ লাখ ৫৬ হাজার টাকা!

ঘটনাটি ঘটে ব্রিটেনের ২২ বছর বয়সি যুবক অলিভার কাল্পান’র সঙ্গে। সে ম্যানচেস্টার শহরে বাক্সটন ইন নামের একটি রেস্তরাঁর শেফ বা রন্ধনশিল্পী। 

সম্প্রতি তিনি সেখানকার উইচউডের পাবে যাবেন বেল একটি উবার বুক করেছিলেন। উদ্দেশ্য ছিল বন্ধুদের সঙ্গে দেখা করা। তাদের সঙ্গে খানিক সময় কাটানো। সেই আনন্দে অবশ্য ব্যাঘাত ঘটেনি প্রাথমিকভাবে। ১৫-২০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যান অলিভার।

এই পর্যন্ত সব ঠিক ছিল। বিপত্তি হয় পরদিন সকাল বেলায়। তিনি ঘুম থেকে উঠে অলিভার দেখেন, ক্যাব সংস্থার পক্ষ থেকে তার কাছে মেসেজ পাঠানো হয়েছে ,গতকালের রাইড বাবদ ভাড়া বাকি রয়ে গিয়েছে তার। তার পরিমাণ হল ৩২ লাখ টাকা। 

মেসেজে আরও বলা হয়, ওই টাকা অলিভারের ক্রেডিট কার্ড থেকে কেটে নেবে কোম্পানি। যদিও তা সম্ভব হয়নি। কারণ অত টাকা ছিলই না ২২ বছরের রন্ধনশিল্পী যুবকের ক্রেডিট কার্ডে। কিন্তু চুপ করে বসে থাকলে তো হবে না। অতএব, তড়িঘড়ি ক্যাব সংস্থার সঙ্গে যোগাযোগ করেন অলিভার।

৩২ লাখ টাকা ভাড়া কীভাবে উঠল, সেই বিষয়ে খুলে বলেন তিনি। সব শুনে অবাক হন সংস্থার কর্মীরাও। এমন ঘটনা কেন ঘটল, কিছুতেই বুঝে উঠতে পারছিল না উবারের কর্মীরাও। যদিও পরে রহস্যের সমাধান হয়। দেখা যায় ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে যেমন রয়েছে উইচউড, তেমনই অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডের কাছে একটি জায়গা রয়েছে, যার নাম উইচউড। ম্যানচেস্টার থেকে যার দূরত্ব ১০ হাজার মাইল। অ্যাপে কোনও ভাবে ইংল্যান্ডের বদলে অস্ট্রেলিয়ার উইচউড চিহ্নিত হয়। তাতেই ঘটে যায় আজব কাণ্ড।



Leave Your Comments




বিশ্ব প্রযুক্তি এর আরও খবর