প্রকাশিত :  ০৫:৫৭
০৬ জানুয়ারী ২০২২

উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে

উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে


উত্তর কোরিয়া দাবি করেছে, দেশটি সফলভাবে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্রের নাম হাওয়াসং-৮।

এ বছরের প্রথম বড় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থানীয় সময় বুধবার চালানো হয়েছে। 

হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে।

জানা গেছে, শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র। এটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দীর্ঘ সময় ধরে শত্রুর নজরদারি এড়িয়ে চলতে সক্ষম।

অথচ, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এ বছর পরমাণু পরীক্ষার চেয়ে দেশের নাগরিকদের খাদ্যের ওপর গুরুত্ব দেওয়া কথা বলেছেন। তার কয়েক দিনের মধ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।


Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর