প্রকাশিত :  ০৮:৪৫
০৫ জানুয়ারী ২০২২

ম্যাচে ফিরল ভারত,শার্দুলের সাত উইকেট

ম্যাচে ফিরল ভারত,শার্দুলের সাত উইকেট


দ্বিতীয় দিনে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিয়েছেন শার্দুল ঠাকুর। এই পেসার ৬১ রানে শিকার করেছেন ৭ উইকেট। শেষ পর্যন্ত ২২৯ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে দুই উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে ভারত।

আগের দিনের এক উইকেটে ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার এবং কিগান পিটারসেনের সাবধানী ব্যাটিংয়ে এদিন ভালো শুরু পায় প্রোটিয়ারা। দলীয় ৮৮ রানে এলগারকে সাজঘরে ফিরিয়ে ৭৪ রানের জুটি ভাঙেন শার্দুল।

এরপর পিটারসেনও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তবে আউট হওয়ার আগে নিজের অভিষেক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। এরপর টেন্ডা বাভুমা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মধ্যে।

৫১ রান করা বাভুমাকে সাজঘরে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করেন শার্দুল। এই অভিজ্ঞ ব্যাটার হাফ সেঞ্চুরি তুলে আউট হওয়ার পর দল আর বেশি দূর এগোতে পারেনি। শেষ দিকে কেশব মহারাজের ব্যাট থেকে ২১ রান আসলে ২২৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

ভারতের হয়ে প্রোটিয়াদের ওপর ছড়ি ঘুরিয়েছেন শার্দুল। ডানহাতি এই পেসার ৬১ রানে শিকার করেছেন ৭ উইকেট। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে কোনো ভারতীয় বোলারের সর্বোচ্চ সাফল্য।


Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর