প্রকাশিত : ০৮:২৫
০৫ জানুয়ারী ২০২২
সর্বশেষ আপডেট: ০৮:৩০
০৫ জানুয়ারী ২০২২
কোভিড পজিটিভ সংগীত শিল্পী সোনু নিগম। এই মুহূর্তে দুবাইতে রয়েছে ‘সুপার সিঙ্গার ৩’ বিচারক। শুধু সোনুই নয়, করোনা আক্রান্ত তার স্ত্রী, পুত্র এবং শ্যালিকাও। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে এই করোনা আপটেড শেয়ার করে নিয়েছেন ‘আভি মুঝমে কহি’ গায়ক।
ভিডিয়োতে সোনু জানান, তার করোনা রিপোর্ট পজিটিভ হলেও খুব বেশি অসুস্থ নন তিনি। তার হালকা উপসর্গ রয়েছে, খুব সামান্য। সোনুর কথায়, ‘আমরা মনে হয় এখন আমাদের এটা নিয়েই (কোভিড) বাঁচতে হবে। আমি অনেকবার ভাইরাল ফিভার নিয়ে কনসার্টে লাইভ পারফর্ম করেছি, গলা খারাপ থেকেছে, কিন্তু এটা তার চেয়ে অনেক বেটার, আমি মরে যাচ্ছি না’। নিজের এই দাবি সঠিক প্রমাণ করতে দু-কলি গেয়েও শোনান সোনু, বুঝিয়ে দেন গান গাইতে কোনও সমস্যা হচ্ছে না করোনা আক্রান্ত সংগীত তারকার।