প্রকাশিত : ০৭:১২
০৫ জানুয়ারী ২০২২
বাংলাদেশ কিউইদের ৮ উইকেটে হারিয়ে এক জয়েই পঞ্চমস্থানে উঠে এসেছে।
পাকিস্তানের কাছে দুই ম্যাচ হেরে এবারের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। তিন ম্যাচে খেলে এক জয়ে টাইগারদের শতকরা জয়ের হার ৩৩.৩৩ শতাংশ। পয়েন্ট ১২।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচের আগে সবার শেষে অবস্থান ছিল বাংলাদেশের। এখন পঞ্চমস্থানে থাকা টাইগারদের ওপরে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত।
প্রসঙ্গত, মাউন্ট মঙ্গানুই টস জিতে আগে বল করতে নেমে কিউইদের ৩২৮ রানে বেঁধে ফেলে টাইগাররা। জবাবে ৪৫৮ রান করে প্রথম ইনিংসেই নিজেদের অবস্থান শক্ত করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের পেস তোপে ১৬৯ রানে গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড। ৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটের জয় পায় মুমিনুল হকের দল।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যত অন্ধকার বলে যারা গলা ফাটাতেন, তাদের মুখ বন্ধ করার এক বড় রসদ মিললো।