প্রকাশিত :  ০৬:৩৬
০৪ জানুয়ারী ২০২২

মেসির পর এবার রোনালদো করোনায় আক্রান্ত হলেন

মেসির পর এবার রোনালদো করোনায় আক্রান্ত হলেন


ক্লাব ক্রজেরিওর পক্ষ থেকে টুইট করে জানানো হয় রোনালদোর করোনা আক্রান্ত হওয়ার খবর। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় ক্লাবের অনুষ্ঠানে তার অনুপস্থিত থাকার কথাও। 

এদিকে, পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনা টেস্টে আমাদের চারজন ফুটবলারের পজিটিভ ধরা পড়েছে। তারা হলেন- হুয়ান বেরনাত, সার্জিও রিকো, নাথান বিতুমাজাল এবং লিওনেল মেসি। আমরা তাদেরকে দল থেকে আলাদা করে কোয়ারেন্টাইনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছে।

ওমিক্রনের দাপটে পুরো ইউরোপজুড়েই ফুটবল ম্যাচ বাতিল হচ্ছে। এর মধ্যে ইংলিশ ক্লাবগুলোর অবস্থা একেবারে নাজুক। বিশ্বজুরে নতুন করে আবারো হানা দিয়েছে করোনা। সে ঝর পিএসজির শিবিরে হানা দেওয়ায় চিন্তিত ক্লাব ও সমর্থকরা।

এর আগে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি ও ম্যান ইউনাইটেডেও হানা দেয় করোনা। ফ্রান্সে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। ফরাসি কাপ সামনে রেখে ফিরেও শেষ রক্ষা হয়নি পিএসজি ফুটবলারদের। কবে নাগাদ মাঠে ফিরবেন মেসি তা নিয়ে রয়েছে শঙ্কা। পিএসজি কোচ পচেত্তিনো জানিয়েছেন আগামী সপ্তাহে লিগ ওয়ানে লিও'র বিপক্ষে খেলা হবে না তার।

মেসি ছাড়াও নেইমারকেও পাচ্ছে না পিএসজি। ইনজুরি থেকে সেরে উঠতে আপাতত ব্রাজিলেই থাকছেন তিনি।


Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর