প্রকাশিত : ০৫:১৬
০৪ জানুয়ারী ২০২২
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। তবুও গত কয়েক দিন বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যাও বাড়ছে।
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৭৭ হাজার ৮৯৩ জন। এ সময়ে মারা গেছেন ৪ হাজার ৯৬৭ জন।
করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৯১৫ জন। মারা গেছেন ৫৪ লাখ ৬৫ হাজার ৯০৩ জন। সুস্থ হয়েছেন ২৫ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার ৩৪৩ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৫ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৫৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ লাখ ৪৮ হাজার ৮২৬ জন। সুস্থ হয়েছেন ৪ কোটি ১৭ লাখ ৮ হাজার ৯৫৬ জন।
সংক্রমণের ওই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৬১ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ১৭ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪১৪ জন।
সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, স্পেন, ইতালি, ইরান, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইন্দোনেশিয়া।
সংক্রমণের তালিকায় ৩২ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৮১ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।