প্রকাশিত : ০৪:২৩
০৪ জানুয়ারী ২০২২
২০২২ সালের প্রথম কার্যদিবসে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে ইতিবাচকভাবেই লেনদেন হলো।
বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে চাঙাভাব দেখা গেছে। এশিয়া ও ইউরোপের বাজারেও একইভাব দেখা গেছে। টোকিও, হংকং, সিডনি, সিউল, মুম্বাই, সিঙ্গাপুরের পুঁজিবাজারে সূচক বেড়েছে। চাঙাভাব দেখা গেছে তাইপে, ময়ানিলা আর জাকার্তার পুঁজিবাজারেও। ইউরোপে লন্ডন, প্যারিস ও ফ্রাংকফুর্টের বাজারও ঊর্ধ্বগতি নিয়ে শুরু হয়েছে।
নতুন বছরের প্রথম লেনদেনে আন্তর্জাতিক পুঁজিবাজারে মিশ্র সংকেত লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের ডাও ফিচারসসে ১৭০ পয়েন্ট বৃদ্ধি দেখা গেছে। সিঙ্গাপুর এক্সচেঞ্জ লিমিটেডে (এসজিএক্স নিফটি) সামান্য পতন দেখা গিয়েছে।
ইউরোপের ইউরোনেক্সট ১০০ সূচক শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১৪৭৫ পয়েন্ট হয়। ইউরোনেক্সটের সদর দপ্তর নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে। এদিন লেনদেনের শুরুতেই ফ্রান্সের সিএসি ৪০ সূচকও বৃদ্ধি পেয়েছে। এক দশমিক ২৩ শতাংশ বেড়ে এর দাঁড়ায় ৭২৪০ তে। জার্মানি ডিএক্সের পয়েন্ট বেড়ে হয় ১৬০৩৪। এদিন শূন্য দশমিক ৯৪ শতাংশ বাড়ে ডিএক্সের সূচক। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইনডেক্স বেড়ে ১২৯৬৫ পয়েন্ট হয়।
কভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ভারতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে দেশটির পুঁজিবাজারে এর প্রভাবে পড়েনি। গতকাল বছরের প্রথম কার্যদিবসে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক শুরুতেই ৩৩৫ দশমিক ৭৮ পয়েন্ট অর্থাৎ শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৫৮,৫৮৯.৬০ হয়।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটিতে উলম্ফন দেখা গেছে। নিফটি ৮৯ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়েছে এদিন। দিনের শুরুতেই নিফটি পৌঁছে যায় ১৭,৪৪৩.৫০ পয়েন্টে।