প্রকাশিত : ০৮:০২
০৩ জানুয়ারী ২০২২
সর্বশেষ আপডেট: ১১:১৭
০৩ জানুয়ারী ২০২২
ছরের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম কমেছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (০৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করা হয়েছে।
বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমিয়ে মূসকসহ ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৪.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দাম আরও কমায় দেশেও আবার দাম কমানো হলো।
এর আগে গতবছরের ৩ ডিসেম্বর বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২২৮ টাকা করা হয়।