প্রকাশিত :  ০৭:৪৬
০৩ জানুয়ারী ২০২২

টিকা নিয়েও করোনা আক্রান্ত সস্ত্রীক জন আব্রাহাম, রয়েছেন নিভৃতবাসে

টিকা নিয়েও করোনা আক্রান্ত সস্ত্রীক জন আব্রাহাম, রয়েছেন নিভৃতবাসে


বলিউডের একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। সোমবার সকালে করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা জন আব্রাহাম। জানিয়েছেন তার স্ত্রী প্রিয়া রুঞ্চালোও করোনায় আক্রান্ত হয়েছেন।

ইনস্টাগ্রাম একাউন্টে জন লিখেছেন, ‘তিন দিন আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তার রিপোর্ট পরে পজেটিভ আসে। এরপর আমি আর প্রিয়া করোনা পরীক্ষা করাই। আমাদেরও পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই আইসোলেশনে ছিলাম ওই ঘটনার পর থেকে এবং কারও সংস্পর্শে আসিনি। আমরা দুজনেই টিকা নিয়েছি। আমাদের খুব সামান্য উপসর্গ আছে। সুস্থ থাকুন, মাস্ক পরুন।’


Leave Your Comments




বিনোদন এর আরও খবর