প্রকাশিত :  ০৬:৪৩
০৩ জানুয়ারী ২০২২
সর্বশেষ আপডেট: ১০:২৫
০৩ জানুয়ারী ২০২২

ইয়াং স্টারের বিচারক রেজওয়ান চৌধুরী বন্যা ও ফাতেমা তুজ জোহরা

ইয়াং স্টারের বিচারক রেজওয়ান চৌধুরী বন্যা ও ফাতেমা তুজ জোহরা


জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে চলছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ‘ইয়াং স্টার’। ইতোমধ্যেই এই আয়োজন গানপ্রিয় মানুষদের পছন্দের শীর্ষে রয়েছে। তার প্রমাণ মিলছে স্যোশাল মিডিয়ায়।

আরটিভিতে প্রচারিত এই আয়োজনের কয়েকজন প্রতিযোগীর গান ভাইরাল হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করা পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে সাজানো হয়েছে ‘ইয়াং স্টার’- এর বিশেষ পর্ব। এই পর্বে প্রতিযোগীরা গেয়েছেন পঞ্চকবির গান। পঞ্চকবির গানের পর্বে বিচারক হয়েছেন কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রিয়েলিটি শো’-তে পঞ্চকবির গান নিয়ে বিশেষ পর্ব এই বিষয়টি আমার অনেক বেশি

ভালো লেগেছে। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এমন একটি আয়োজনে এসে তরুণদের কণ্ঠে পঞ্চকবির গান শুনতে পেরে ভীষণ ভালো লেগেছে।’

ফাতেমা তুজ জোহরা বলেন, ‘ছোট ছোট ছেলে মেয়েরা কি সুন্দর করে এত এত কঠিন গানগুলো সহজেই গেয়েছে। পঞ্চকবির গান গাওয়া এতো সহজ নয়। কিন্তু প্রতিযোগীরা দারুণ করে গানগুলো গাইলো। এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবে আমি বিশ্বাস করি। এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত।’

প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।


Leave Your Comments




বিনোদন এর আরও খবর