প্রকাশিত : ০৬:৩১
০৩ জানুয়ারী ২০২২
মেসি-সহ পিএসজি ক্লাবের একাধিক ফুটবলার করোনায় আক্রান্ত। মেসি জানিয়েছেন, তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। এছাড়াও ডিফেন্ডার জুয়ান বার্নাট, গোলকিপার সারজিও রিকো, মিডফিল্ডার নাথান বিটুমাজালা করোনায় আক্রান্ত হয়েছেন।
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের মোট আটটি দেশ থেকে শুধু জার্মান নাগরিক ও জার্মানিতে বাস করার অনুমতি আছে এমন ব্যক্তিরা বর্তমানে জার্মানিতে ঢুকতে পারছেন৷ এসব দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷ গত সপ্তাহ থেকে এই নিয়ম চালু হয়েছে৷
মেসি এখন ছুটিতে। তিনি আর্জেন্টিনায় নিজের বাড়ি গেছেন। পিএসজি কোচ জানিয়েছেন, মেসির সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। ক্লাবের তরফে একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। তিনি নেগেটিভ হলেই তাকে ফ্রান্সে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
সম্প্রতি ফরাসি সরকার কোভিডবিধি শিথিল করার কথা জানিয়েছে। প্রশাসন বলেছে, দুইবার টিকা দেওয়ার পরেও কোভিড হলে সাতদিন কোয়ারান্টিনে থাকতে হবে। পাঁচদিনের মাথায় নেগেটিভ রিপোর্ট এলে আইসোলেশন ভাঙা যাবে।
টিকা দেওয়া না থাকলে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ হলে ৭ দিনে আইসোলেশন ভাঙা যাবে। পজিটিভ রোগীর সামনে গেলেও আইসোলেশন বাধ্যতামূলক নয়।