প্রকাশিত :  ০৫:৫০
১৪ মে ২০২২

গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত, পেঁয়াজ বীজেও কড়াকড়ি

গম রপ্তানি নিষিদ্ধ করল ভারত, পেঁয়াজ বীজেও কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণের পদক্ষেপের অংশ হিসেবে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। আর এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

সরকারিভাবে বলা হচ্ছে, শুধু বিজ্ঞপ্তির আগে ক্রেডিট পত্র জারি করা হয়েছে এমন রপ্তানি চালানের অনুমতি দেওয়া হবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত।

চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে গমের দাম এক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। যা নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ১২তম সপ্তাহে এসে গম রপ্তানি বন্ধের এ ঘোষণা দিল ভারত। ইউক্রেন ২০২১ সালে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গম রপ্তানিকারক দেশ ছিল। যা বিশ্বব্যাপী গম রপ্তানির ১০ শতাংশের যোগান দিয়েছে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে গমসহ সব ধরনের শস্যের চালান ইউক্রেন থেকে রপ্তানি বন্ধ রয়েছে।

শুক্রবার রাতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিবৃতিতে বলেছে, গমের রপ্তানি অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির তারিখে বা তার আগে একটি অপরিবর্তনীয় ক্রেডিট চিঠি জারি করা হয়ে থাকলে তাদের রপ্তানির অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পেঁয়াজ বীজের রপ্তানির বিষয়টিও সীমাবদ্ধ করা হয়েছে। সূত্র: এনডিটিভি।


Leave Your Comments




বিশ্ব পণ্যবাজার এর আরও খবর