প্রকাশিত : ১১:০০
০২ জানুয়ারী ২০২২
এক সময়কার জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রী শাবনূর কদিন আগে করোনায় আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল থেকে আরও দুসংবাদ দিলেন শাবনূর। তিনি জানান, এবার এই মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন নায়িকার একমাত্র ছেলে আইজান।
আজ রোববার (২ জানুয়ারি) শাবনূর নিজেই ফেসবুকে ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন।
শাবনূর জানান, ‘আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও করোনাভাইরাস ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে।’
নিজে করোনা আক্রান্ত কারণে ছেলের জন্মদিনে পাশে থাকতে না পারার আক্ষেপও ঝরে এই নায়িকা বলেন, ‘গত বুধবার (২৯ ডিসেম্বর) আমার ছেলের জন্মদিন ছিল। কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।’
ছেলের জন্য সবার কাছে দেয়াও চেয়েছেন শাবনূর। বলেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’