প্রকাশিত :  ০৯:৪৩
০২ জানুয়ারী ২০২২
সর্বশেষ আপডেট: ১০:০৫
০২ জানুয়ারী ২০২২

নতুন বছর শুরু করল সিয়ামের সঙ্গে বুবলী

নতুন বছর শুরু করল সিয়ামের সঙ্গে বুবলী


নতুন বছরে নায়িকা রসায়নে মজলেন হালের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে বুবলী।

ইতোমধ্যে রবিবার (২ জানুয়ারি) থেকে শুরু হয়ে গেছে শুটিং। ছবির নাম ‘টান’। পরিচালনায় আছেন রায়হান রাফি। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন সিয়াম-বুবলী। নায়িকা বলেন, ‘আগেও বলেছি এখনও বলছি, আমি যেহেতু শিল্পী তাই সবার সঙ্গেই কাজ করতে চাই। সেই ধারাবাহিকতায় সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছি। আশা করছি ভালো কিছু হবে।’

অন্যদিকে নায়ক সিয়াম আহমেদ বলেন, ‘এটাই আমার নতুন বছরের নতুন ছবির কাজ। খুবই ব্যস্ত একটা বছর আশা করছি। সে অনুযায়ী প্রথম কাজ শুরু করলাম। ছবির গল্পটি অসাধারণ। বুবলীও গুণী অভিনেত্রী। আশা করি, দর্শক আমাদের জুটিকে ভালোভাবে গ্রহণ করবেন।’

নতুন এ প্রজেক্ট সম্পর্কে নির্মাতা রায়হান রাফি জানান, ‘রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘টান’। এ ছবির গল্পটা যে কেমন, তা বলে বোঝানো যাবে না। যেহেতু নামটা ‘টান’, তাই রোমান্টিক বলা যায়। তবে এর কাহিনিটা একেবারে ভিন্ন মনে হবে দর্শকের কাছে। টানা শুটিং চলবে এ ছবির।’

এদিকে, আগামী ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের নতুন ছবি ‘শান’। এখানে তার নায়িকা পূজা চেরি। ছবিটির পরিচালক এম রাহিম। ছবিটি ঘিরে ইতোমধ্যে ভালো আলোচনা শুরু হয়েছে। সে ছবিরই নায়ক সিয়ামের সঙ্গে ‘টান’ দিয়ে নতুন বছর শুরু করলেন একসময়ের সংবাদ পাঠিকা শবনম বুবলী।



Leave Your Comments




বিনোদন এর আরও খবর