প্রকাশিত :  ০৯:৫৫
০২ জানুয়ারী ২০২২

যমুনা অয়েল ১২০% নগদ লভ্যাংশ দেবে

যমুনা অয়েল ১২০% নগদ লভ্যাংশ দেবে


পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০১ কোটি ৪০ লাখ টাকা। এর আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ২০০ কোটি ১৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা, যা এর আগের বছরে ছিল ১৮ টাকা ১৩ পয়সা। গত বছরের জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮০ টাকা ৮৪ পয়সা। এর আগের ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল যমুনা অয়েল। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল যমুনা অয়েল। ২০১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৭ হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৯৭ কোটি টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০ শেয়ারের মধ্যে ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ সরকারের হাতে, ২ দশমিক ৯০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, ২৭ দশমিক ৬২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৪৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৮ দশমিক ৯৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


Leave Your Comments




পুঁজি বাজার এর আরও খবর