প্রকাশিত : ০৯:৪০
০২ জানুয়ারী ২০২২
অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলের সঙ্গে মাঠে থাকতে পারছেন না দলের হেড কোচ ক্রিস সিলভারউড। রোববার (২ জানুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়েছে ক্রিস সিলভারউড করোনায় আক্রান্ত। এর আগে আইসোলেশনে ছিলেন তিনি।
এর আগে ১০ দিনের আইসোলেশনে ছিলেন সিলভারউড। মূলত সিলভারউডের পরিবারের একজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে পাঠানো হয়েছিল তাকে।
এদিকে ইংল্যান্ডের হেড কোচ সিলভারউড করোনায় আক্রান্ত হওয়ায় দুই দলের সবাইকে আবারও করোনা টেস্ট করানো হবে। এদিকে সিলভারউডের করোনার খবর নিশ্চিত হওয়ায় রোববারের (২ ডিসেম্বর) ট্রেইনিং সেশন বাদ দিয়েছে ইংল্যান্ড।
শুধু ইংল্যান্ডেই নয়, অস্ট্রেলিয়ায়ও হানা দিয়েছে করোনা। মহামারি এই রোগে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেড। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ট্রাভিস হেড ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টে খেলতে পারবেন না।