প্রকাশিত : ০৮:২৩
০২ জানুয়ারী ২০২২
বে ওভালে প্রথম ইনিংসে চারটি ক্যাচ নিয়ে সৌম্য সরকারের রেকর্ডে ভাগ বসিয়েছেন সাদমান ইসলাম। বাংলাদেশের ফিল্ডার হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন যৌথভাগে সাদমান ও সৌম্যর দখলে।
চারটি ক্যাচ নিয়ে এতদিন বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল সৌম্যর। ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ক্যাচ নিয়েছিলেন সৌম্য। উইকেটগুলো ছিল- মিরাজের বলে উপুল থারাঙ্গা, মুস্তাফিজুর রহমানের বলে দিলরুয়ান পেরেরা, সাকিব আল হাসানের বলে রঙ্গনা হেরাথ ও শুভাশিস রায়ের বলে সুরাঙ্গা লাকমল।