প্রকাশিত :  ০৭:২৪
০২ জানুয়ারী ২০২২

ব্যাটে-বলে দ্বিতীয় দিনটি ছিল বাংলাদেশের, নিউজিল্যান্ড টেস্ট রিপোর্ট

 ব্যাটে-বলে দ্বিতীয় দিনটি ছিল বাংলাদেশের, নিউজিল্যান্ড টেস্ট রিপোর্ট


সব দুর্ভাবনা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ব্যাটিংটাও ভালো হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় দিনশেষে টাইগাররা প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ২ উইকেটে ১৭৫ রান। এর আগে, বাংলাদেশের বোলিং তোপে ৩২৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।

টাইগাররা এখনও পিছিয়ে ১৫৩ রানে, হাতে আছে ৮ উইকেট। ৭০ রান নিয়ে উইকেটে রয়েছেন মাহমুদুল হাসান জয়। ৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুমিনুল হক। সব মিলিয়ে দ্বিতীয় দিনটি বাংলাদেশের।

৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। দিনের শুরুতেই অর্ধশতক তুলে নেন হেনরি নিকোলস। দলকে বড় সংগ্রহ এনে দিতে চেষ্টা চালান তিনি।

দ্বিতীয় দিনের শুরুতে অর্ধশতক তুলে নিয়েছেন টপঅর্ডারের দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ৪৩ রানের সময় বাঁহাতি ওপেনার সাদমান ইসলামকে কট অ্যান্ড বোল্ড করেন ওয়াগার। ২২ রান করে সাজঘরে ফিরলেন তিনি। এর পর জয়-শান্ত জুটি স্কোর বোর্ডে এখন পর্যন্ত যোগ করেছেন ৯১ রান। তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় খেলছেন ধীরে-সুস্থে। ১৬৫ বলে ৫ বাউন্ডারির সহায়তায় ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন জয়।

অন্য প্রান্তে তিন নম্বরে নেমে নাজমুল হোসেন শান্ত কিছুটা মারমুখী। ৬ বাউন্ডারি ও এক ছক্কায় অর্ধশতক তুলে নিয়েছেন শান্ত। অবশেষে ৬৪ রানে শান্তকেও ফেরান ওয়াগার।

মাউন্ট মাঙ্গানুয়ে আজ দিনের শুরুটাও ভালো করেছেন বাংলাদেশের বোলাররা। বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রেখে খুব বেশি বড় হতে দেয়নি নিউজিল্যান্ডের সংগ্রহ। শনিবার ম্যাচের প্রথম দিনে ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল নিউজিল্যান্ড।


Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর