প্রকাশিত : ০৫:৫৫
০২ জানুয়ারী ২০২২
রূপালী ব্যাংক লিমিটেড রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরিতে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২০-এর সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক এ অ্যাওয়ার্ড অর্জন করে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এ সময় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, রূপালী ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন।