প্রকাশিত :  ১৭:০৩
১৩ অক্টোবর ২০২৫

শ্রীমঙ্গলে ম্যাকনিছড়ার অন্ধকারে পানির সংগ্রাম

সংগ্রাম দত্ত: বাংলাদেশের অন্যতম সুন্দর ও সমৃদ্ধ উপজেলা শ্রীমঙ্গল—যা পাহাড়, চা-বাগান ও সবুজের অপার সৌন্দর্যে ঘেরা। পর্যটন, শিক্ষা ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে শ্রীমঙ্গলকে অনেকেই দেশের যেকোনো বিভাগীয় সদর দপ্তরের চেয়েও উন্নত মনে করেন।

তবে এই উন্নয়নের আলো এখনো পৌঁছায়নি উপজেলার প্রান্তিক জনপদ ম্যাকনিছড়া চা বাগানে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে বিদ্যুৎ নেই, সুপেয় পানি নেই, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুব্যবস্থা নেই।

স্থানীয় বাসিন্দা সুপ্রিয় প্রতিদিন পাহাড়ি ছড়া থেকে পানি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান, কারণ বাগানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। যোগাযোগ ব্যবস্থা এতটাই দুর্বল যে, বাজার-সদাই বা কোনো রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে তাদের নির্ভর করতে হয় হরিণছড়া বাগান বা শ্রীমঙ্গল শহরের ওপর।

অবাক করার মতো বিষয় হলো—যেখানে শ্রীমঙ্গল আজ পর্যটন, ব্যবসা ও শিক্ষার দিক থেকে দেশের অন্যতম উন্নত এলাকা, সেখানে এরই এক প্রান্তে মানুষ এখনো অন্ধকারে, অবহেলায় ও মৌলিক চাহিদার ঘাটতিতে জীবনযাপন করছে।

ম্যাকনিছড়ার এই বাস্তবতা মনে করিয়ে দেয়, উন্নয়নের আলো শুধু শহরে নয়—গ্রামেও ছড়িয়ে দিতে হবে, যাতে দেশের প্রতিটি নাগরিক সমান সুযোগ-সুবিধা পায়।

Leave Your Comments




জাতীয় এর আরও খবর