প্রকাশিত :  ০৮:৪৫
১২ অক্টোবর ২০২৫

ছেলে-মেয়ে সবাই দেশে, একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক সাক্ষাৎকারে উঠে এসেছে । এর পর থেকে এই ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে উপদেষ্টাদের। উপদেষ্টাদের কেউ কেউ নাহিদ ইসলাম এই বক্তব্য স্পষ্ট করার আহ্বান জানান। তবে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে-মেয়ে সবাই দেশে।

আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘আপনিও সেফ এক্সিট চান কি না?’ সাংবাদিকের এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কে কী চান সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলে মেয়ে সবাই দেশে। আমি দেশের বাইরে যাব কেন।

আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব? বিদেশে কার কাছে যাব।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন লোকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

ফ্যাসিবাদের সময় গুম, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের সেনা হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কি না? এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনে যেটা আছে সেটাই করা হবে।’

আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠপর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে বলও জানান তিনি।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর