প্রকাশিত :  ০৭:১৪
১২ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:১৭
১২ অক্টোবর ২০২৫

প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

আফগান কর্তৃপক্ষ তাদের হেলমান্দ প্রদেশে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে। আজ রোববার (১২ অক্টোবর) এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাওয়ি কাসিম রিয়াজ মিডিয়াকে বলেছেন, বাহরামপুর জেলায় ডুরান্ড লাইনের কাছে গত রাতে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। 

এ ছাড়া অভিযানের সময় আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়িও দখল করেছে। সেইসঙ্গে পাক বাহিনীর গোলাবারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ দাবি করেছে। 

গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এর জবাবেই পাল্টা এসব হামলা চালানো হয়েছে বলে দাবি আফগান কর্তৃপক্ষের। 

প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধ নিতে হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নানগারহার এবং কুনারে পাকিস্তানি ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব প্রদেশের অবস্থান পাকিস্তান-আফগান সীমান্তে।  

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অভিযোগ করেছেন, তালেবান ‘বিনা উসকানিতে’ এই হামলা চালায় এবং তারা বেসামরিকদের লক্ষ্য করেও গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুড়ে।' নকভি আরও বলেন, 'আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।' 

পাকিস্তান-আফগান সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব এবং কাতার উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।  



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর