প্রকাশিত :  ০৮:০৪
১০ অক্টোবর ২০২৫

পর্যটন নগরী শ্রীমঙ্গলের স্টেশন রোডে গর্ত আর ময়লার ভাগাড়: সৌন্দর্যের মাঝে বেদনার দাগ

সংগ্রাম দত্ত: শ্রীমঙ্গল—একটি উপজেলা শহর, কিন্তু গুরুত্বে কোনো অংশে কম নয় দেশের অনেক বিভাগীয় শহরের তুলনায়। চারদিকজুড়ে সবুজ পাহাড়, গভীর বনাঞ্চল, চা বাগানের সুনিপুণ সারি, আর কাছেই বিস্তৃত হাওর অঞ্চল—প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই শহরকে। দেশ-বিদেশের শত শত পর্যটক প্রতিদিন এখানে আসেন, প্রকৃতির টানে, শান্তির খোঁজে। কিন্তু সেই শান্ত শহরের মুখে এখন বিব্রতকর এক দাগ—ষ্টেশন রোডের গর্ত আর ময়লার ভাগাড়।

শহরের অন্যতম জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এখন নাগরিক ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। রাস্তার এক পাশে পাহাড়সম ময়লার স্তূপ, অন্য পাশে বড় বড় গর্তে ভরা ভাঙাচোরা পথ। বৃষ্টির দিনে গর্তে জমে থাকা কাদাযুক্ত পানি গাড়ির চাকা ঘুরলেই ছিটকে পড়ে পথচারীদের গায়ে। অফিসগামী, শিক্ষার্থী, এমনকি পর্যটকরাও প্রতিনিয়ত পড়ছেন বিপাকে।

সড়কের এক পাশে শ্রীমঙ্গল পৌরসভার বড় ডাস্টবিনটি দীর্ঘদিন পরিস্কার না করায় তা এখন দুর্গন্ধের উৎসে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পরিস্কার কর্মীরা নিয়মিতভাবে ময়লা অপসারণ করেন না, ফলে রাস্তার পাশ দিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আরও উদ্বেগজনক বিষয় হলো—এই গুরুত্বপূর্ণ সড়কটি আসলে কার অধীনে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কেউ বলছে এটি রেলওয়ের রাস্তা, কেউ সড়ক ও জনপদ বিভাগের, আবার কেউ মনে করেন পৌরসভার আওতাধীন। দায়িত্বের এই অদ্ভুত অনিশ্চয়তার কারণে নাগরিক সমস্যাটি বছরের পর বছর ধরে সমাধানহীন থেকে গেছে।

দেশের গর্ব, পর্যটনের স্বপ্নভূমি শ্রীমঙ্গলে এমন দৃষ্টিকটু চিত্র সত্যিই বেমানান। স্থানীয়দের প্রশ্ন,

“একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন শহরে এমন অবহেলা কেন?”

এখনই প্রয়োজন প্রশাসনের যৌথ উদ্যোগ—নাহলে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সৌন্দর্য হারিয়ে যাবে অব্যবস্থাপনার অন্ধকারে।


Leave Your Comments




সারাদেশ এর আরও খবর