ভবিষ্যতে আরও বৃহৎপরিসরে আয়োজনের পরিকল্পনা

প্রকাশিত :  ১০:২৬
০৯ অক্টোবর ২০২৫

তারক মুসলিম সেন্টারের উদ্যোগে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত: ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতি

গত ৫ই অক্টোবর (রবিবার), তারক মুসলিম সেন্টারের উদ্যোগে আয়োজিত কমিউনিটি ওপেন ডে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই দিনব্যাপী আয়োজনটি স্থানীয় মুসলিম ও অমুসলিম কমিউনিটির মানুষের সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির এক অনন্য উদাহরণ হিসেবে স্থান পায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলরবৃন্দ, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, সমাজসেবী, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকলে পরিবার-পরিজনসহ এসে দিনটি উৎসবমুখরভাবে উপভোগ করেন।

বহুমুখী আয়োজন ও সক্রিয় অংশগ্রহণ
ওপেন ডে উপলক্ষে ছিল ১৪টি খাবার ও কাপড়ের স্টল, যেখানে স্থানীয় উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পরিবেশিত হয় বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক খাবার, যা সবাই অত্যন্ত উপভোগ করেন ও প্রশংসা করেন।
শিশুদের জন্য ছিল বাউন্সি ক্যাসেল, মেহেদি, গেমস কর্নারসহ নানা বিনোদনের আয়োজন, যা ছোটদের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।
স্বাস্থ্য সচেতনতা ও মানবসেবার উদ্যোগ
এবারের ওপেন ডের অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা স্টল (ঋৎবব ঐবধষঃয ঈযবপশ-ঁঢ় ঝঃধষষ)। স্থানীয় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে রক্তচাপ, ডায়াবেটিস, বিএমআইসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ অত্যন্ত উৎসাহ ও ইতিবাচকভাবে সাড়া দেন, যা কমিউনিটির কল্যাণমূলক ও জনসেবামূলক কার্যক্রমের প্রতি আস্থার প্রতিফলন।

অমুসলিমদের অংশগ্রহণ ও সম্প্রীতির বার্তা
অনুষ্ঠানে অংশ নেওয়া অমুসলিম অতিথিরা মসজিদ পরিদর্শন করেন এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। তারা মসজিদের সামাজিক, শিক্ষামূলক ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন উন্মুক্ত আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সমাপনী বক্তব্য ও শুভেচ্ছা বার্তা
অনুষ্ঠানের শেষে তারক মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ সিরাজ আলী উপস্থিত সকল অতিথি, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা গর্বিত যে আমাদের মসজিদ আজ পুরো কমিউনিটির মিলনস্থল হয়ে উঠেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
বিখ্যাত আলেম মুফতি আব্দুল মুন্তাকিম ওপেন ডের সফল আয়োজনের প্রশংসা করে বলেন, “এই ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ সৃষ্টি করে। আমি তারক মুসলিম সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

বিশিষ্ট অতিথি ও কমিটির উপস্থিতি
তারক মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ সিরাজ আলী ও জয়েন্ট সেক্রেটারী নাফি আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাক্বিম, তারক কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর কায়সার আব্বাস, তারক মুসলিম সেন্টারের ভাইস-চেয়ারম্যান মুরাদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, ভাইস-চেয়ারম্যান শায়েস্তা মিয়া, এসিস্টেন্ট ট্রেজারার সাখাওয়াত হোসাইন চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারী বদরুল আলম, ইমাম হাফিজ মাওলানা সৈয়দ আসিফ আহমদ, মোহাম্মাদ ওয়াহিদ হক, সাহাব মিয়া, আজির উদ্দিন, ডা: মোহাম্মদ আকরাম, ডা: মোহাম্মদ নূর বাশার, ডিষ্ট্রিক নার্স হোসনা বেগম হক, জাহিদ আলী, সাইফুল ইসলাম, আবু বিহারী, তোফায়েল আহমেদ রাসেল, মি: কণা, সাদিক চৌধুরী, আইটি স্পেশালিস্ট মাওলানা নোমান আহমদ ও দ্যা সানরাইজ টুডে’র ডিজিটাল নিউজ এডিটর ফজলু মিয়াসহ মসজিদ কমিটি ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীলবৃন্দ।


Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর