প্রকাশিত : ০৬:৩২
০৭ অক্টোবর ২০২৫
সংগ্রাম দত্ত: সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে, যা যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি করেছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনসহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তিনি বলেন, “চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
দুর্ঘটনার কারণে সিলেট স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস, যার ছাড়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে থেমে আছে। এতে সিলেট ও ঢাকার মধ্যে রেল চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, “উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।” তিনি আরও বলেন, “উদ্ধারকাজ শেষ হতে অন্তত এক ঘণ্টা সময় লাগতে পারে, এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
দুর্ঘটনার কারণে সকাল থেকে সিলেট রেলস্টেশনে ভিড় জমেছে যাত্রীদের। অনেকেই নির্ধারিত সময়ের ট্রেন না ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার অভিযান শেষ করে রেল যোগাযোগ পুনরায় সচল করার চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। রেললাইনের পাশে স্থানীয়রা জড়ো হয়ে উদ্ধার কাজে সহায়তা করছেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এই দুর্ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকলেও, রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে—দ্রুততম সময়ে রেল চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করে যাচ্ছেন।