ওয়াশিংটন পোস্টের জরিপ

প্রকাশিত :  ১৯:১১
০৫ অক্টোবর ২০২৫

৬১ শতাংশ মার্কিন ইহুদির বিশ্বাস ইসরায়েল যুদ্ধাপরাধী

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইহুদি বিশ্বাস করেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে। তাদের অনেকেরই বিশ্বাস, ইসরায়েল ফিলিস্তিনি উপত্যকায় গণহত্যা চালিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে বলে মনে করেন প্রায় এক-তৃতীয়াংশ মার্কিন ইহুদি। 

গতকাল শনিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের করা একটি জরিপের ফলাফলে এমনটি জানা যায়। জরিপটি গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলের বর্বর হামলার প্রেক্ষাপটে মার্কিন ইহুদিদের মনোভাব তুলে ধরেছে। ২ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে চালানো এ জরিপে ৮১৫ জন মার্কিন ইহুদি অংশ নেন। 

জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন ইহুদিদের ৬১ শতাংশ বলেছেন, তারা মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে প্রতি ১০ জনের চারজন বিশ্বাস করেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে। 

নেতানিয়াহুর নেতৃত্বে আস্থা কমছে 

জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অসন্তুষ্ট। তাদের মধ্যে ৪৮ শতাংশ তাঁর নেতৃত্বকে খারাপ বলে মনে করেন। মাত্র ৩২ শতাংশ তাঁকে সমর্থন করেন। তবুও ৫৬ শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের সঙ্গে আবেগগতভাবে যুক্ত বলে জানিয়েছেন। এ হার ২০২০ সালের পিউ জরিপের (৫৮ শতাংশ) কাছাকাছি। তবে তরুণ ইহুদিদের (১৮-৩৪ বছর) মধ্যে এই অনুপাত মাত্র ৩৬ শতাংশ। 

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও নীতির প্রতি দৃষ্টিভঙ্গি

৫৯ শতাংশ মার্কিন ইহুদি চান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখুক। যদিও সাম্প্রতিক অন্যান্য জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে এই সহায়তার প্রতি সমর্থন কমেছে। তবে ৩২ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে, যা ২০২০ সালের তুলনায় (২২ শতাংশ) বেড়েছে। 

অন্যদিকে, ৪৭ শতাংশ মনে করেন, সমর্থনের মাত্রা ঠিক আছে, আর ২০ শতাংশ চান ওয়াশিংটন আরও সমর্থন দিক। 

ফিলিস্তিন রাষ্ট্র ও শান্তি বিষয়ে মতামত

ইসরায়েলিদের বড় অংশ যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন, সেখানে ৫৯ শতাংশ মার্কিন ইহুদি মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।

জরিপে আরও উঠে এসেছে, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী মনোভাব (অ্যান্টিসেমিটিজম) অনেক বেড়েছে।

২৬ শতাংশ ইহুদি বলেছেন, তারা দেশে খুব একটা নিরাপদ বোধ করেন না। ৬ শতাংশ বলেছেন, মোটেই নিরাপদ নন। ১৮ শতাংশ বলেছেন, তারা খুবই নিরাপদ এবং ৫১ শতাংশ বলেছেন, কিছুটা নিরাপদ বোধ করেন। এ ছাড়া ৭১ শতাংশ জানিয়েছেন, ইহুদি পরিচয় তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। 

জরিপে আরও বলা হয়েছে, ৬৮ শতাংশ মার্কিন ইহুদি হামাসকে গাজায় বেসামরিক মৃত্যুর জন্য বেশি দায়ী মনে করেন, কারণ হামাস যুদ্ধ শুরু করেছে। অপরদিকে ৩২ শতাংশ ইসরায়েলকে বেশি দায়ী মনে করেন। কারণ ইসরায়েল বেসামরিক ভবনে বোমা হামলা করেছে। প্রায় ৯৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, হামাসও যুদ্ধাপরাধ করেছে।



Leave Your Comments




আন্তর্জাতিক এর আরও খবর