প্রকাশিত :  ০৮:৩৬
০৪ অক্টোবর ২০২৫

ম্যাকমিলান কফি মর্নিং: টাওয়ার হ্যামলেটসে তহবিল সংগ্রহ

ম্যাকমিলান কফি মর্নিং: টাওয়ার হ্যামলেটসে তহবিল সংগ্রহ

লন্ডন, ২৮ সেপ্টেম্বর: ক্যান্সার সাপোর্টের জন্য তহবিল সংগ্রহে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে বিশেষ কফি মর্নিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের টবিলেন ডিপোতে আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সিনিয়র স্টাফ ক্রিস্টিন লং।

অনুষ্ঠানে সহযোগিতা করেন রুট ম্যানেজার সিবা খানম, রিজওয়ানা বকতসহ বিভাগের অন্যান্য কর্মীরা। টবিলেনের কর্মীরা নিজস্ব উদ্যোগে খাবার নিয়ে আসেন। কফি মর্নিংয়ে অংশগ্রহণকারীরা খাবার ও কফি উপভোগের পাশাপাশি বিশেষ ড্র-তেও অংশ নেন, যা থেকে উল্লেখযোগ্য অর্থ সংগ্রহ হয়।

বিশ্বব্যাপী স্বীকৃত ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট–এর “World’s Biggest Coffee Morning” অভিযানের অংশ হিসেবে এই তহবিল সংগ্রহ করা হয়। ১৯৯০ সালে শুরু হওয়া এ উদ্যোগে এ পর্যন্ত প্রায় £290 মিলিয়ন সংগ্রহ হয়েছে। শুধু গত বছরেই দেশজুড়ে কফি মর্নিং থেকে £10 মিলিয়নেরও বেশি অর্থ ওঠে।

আয়োজক ক্রিস্টিন লং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজনেরমাধ্যমে ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। একই সঙ্গেকমিউনিটিকে ম্যাকমিলান-এর মতো সংস্থার গুরুত্বপূর্ণ সেবা সম্পর্কে জানানোজরুরি।”

তিনি আরও বলেন, দিন দিন ক্যান্সারের ঝুঁকি বাড়লেও সচেতনতার ঘাটতি রয়েছে। অথচ ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট বিনামূল্যে বহু ধরনের সেবা প্রদান করছে, যা আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।

টাওয়ার হ্যামলেটসে আয়োজিত এ কফি মর্নিং শুধু তহবিল সংগ্রহেই নয়, ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



Leave Your Comments




প্রবাসী কমিউনিটি এর আরও খবর