প্রকাশিত :  ১৯:৫৩
২৫ সেপ্টেম্বর ২০২৫

আমানতকারীদের চিন্তা নেই: ৫ ইসলামি ব্যাংকের একীভূতকরণে বিশেষ টাকা ফেরত স্কিম আনছে বাংলাদেশ ব্যাংক

✍️ নিজস্ব প্রতিবেদক | অর্থনীতি

আমানতকারীদের চিন্তা নেই: ৫ ইসলামি ব্যাংকের একীভূতকরণে বিশেষ টাকা ফেরত স্কিম আনছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ : দেশের পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়ায় আমানতকারীদের জন্য আশার খবর দিল বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করার এই প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে।

সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, এই স্কিমের আওতায় ২ লাখ টাকা পর্যন্ত আমানত দ্রুত ফেরত দেওয়া হবে। ২ লাখ টাকার বেশি আমানত থাকলে তা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। যদিও স্কিমের কার্যক্রম শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, আশা করা হচ্ছে মধ্য-নভেম্বর ২০২৫-এর মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শেষ হলে স্কিমের আওতায় ফেরতের কাজ শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, স্কিমের মূল বৈশিষ্ট্যগুলো হলো:

২ লাখ টাকা পর্যন্ত আমানত দ্রুত ফেরত।

২ লাখ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত।

ফেরত না করা অংশের ওপর আনুমানিক ৪ শতাংশ সুদ।

একাধিক ব্যাংকে একই আমানতকারীর হিসাব থাকলে তা এক হিসাব হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ ফেরতের সীমা ২ লাখ টাকা।

প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পাবেন।

ঋণগ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না; তারা পূর্বের মতো কিস্তি পরিশোধ চালিয়ে যাবেন।

অর্থনীতিবিদরা বলছেন, এই স্কিম আমানতকারীদের আস্থা বাড়াবে এবং একীভূতকরণের প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে।


Leave Your Comments




ব্যাংক-বীমা এর আরও খবর