প্রকাশিত : ১৭:২১
২৫ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৮:৩৫
২৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের ইতিবাচক ধারা পরিলক্ষিত হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স (DSEX) ২২.৪৮ পয়েন্ট বেড়ে ৫৪১৫.১৩-এ অবস্থান করছে। একইভাবে ডিএসইএস (DSES) সূচক ৫.৯৬ পয়েন্ট এবং ডিএস৩০ (DS30) সূচক ১১.৭৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সারাদিনের লেনদেন শেষে বাজারে মোট ৭০৮.৯৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।
আজকের লেনদেনে মোট ২০১,৬৬১টি ট্রেড সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৭৩ কোম্পানি অগ্রগতি, ১৫৫টি পতন এবং ৬৫টি অপরিবর্তিত ছিল। অর্থাৎ, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ভারসাম্যপূর্ণ লেনদেন হলেও সামগ্রিক চিত্র ইতিবাচক দিকেই ঝুঁকেছে।
খাতভিত্তিক বিশ্লেষণ
টেক্সটাইল খাত আজও বাজারে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রেখেছে। লেনদেন ও মূল্য উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে এ খাত।
ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাত স্থিতিশীল থেকে বাজারে বড় অবদান রেখেছে।
ইঞ্জিনিয়ারিং ও আইটি খাত মাঝারি গতিতে অগ্রগতি ধরে রেখেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে স্থিতিশীল লেনদেন প্রদর্শন করেছে।
ফুয়েল ও পাওয়ার খাতও বাজারে ইতিবাচক ভূমিকা রেখেছে।
আজকের মার্কেট ম্যাপ বিশ্লেষণে দেখা গেছে, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং খাতে সবুজের আধিক্য থাকলেও বীমা খাতের কিছু শেয়ারে চাপ লক্ষ্য করা গেছে।
আগামী রোববারের সম্ভাবনা
আজকের বাজার সূচক, খাতভিত্তিক লেনদেন এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে বাজারে ধীরে ধীরে আস্থা ফিরছে।
টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস খাত আগামীকালও বাজারে নেতৃত্ব ধরে রাখতে পারে।
ব্যাংক খাতে স্থিতিশীল লেনদেনের ধারা অব্যাহত থাকলে সামগ্রিক সূচককে শক্তিশালী করতে সহায়ক হবে।
নতুন বিনিয়োগকারীদের আগ্রহ বিশেষ করে ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলোতে বেশি লক্ষ্য করা যাচ্ছে, যা আগামীকালও বাজারকে ইতিবাচক রাখতে পারে।
তবে বাজার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, স্বল্পমেয়াদী মুনাফা তুলে নিতে কিছু বিনিয়োগকারী বিক্রির চাপ সৃষ্টি করতে পারেন। তাই আগামীকাল সূচকে সামান্য ওঠানামা হলেও সামগ্রিকভাবে বাজার উর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখার সম্ভাবনা বেশি।
সার্বিকভাবে বলা যায়, আজকের ইতিবাচক সূচক আগামীকাল শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য ভরসার ইঙ্গিত বহন করছে।