প্রকাশিত :  ১৬:১১
২৫ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:২৯
২৫ সেপ্টেম্বর ২০২৫

শুরুতে পাকিস্তানের চার উইকেট নিল বাংলাদেশ

শুরুতে পাকিস্তানের চার উইকেট নিল বাংলাদেশ

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানো বাংলাদেশ শুরুতেই চার উইকেট হারিয়েছে। প্রথম দুই ওভারে শাহিবজাদা ফারহানসাইম আইয়ূব আউট হন। এরপর ফখর জামানহুসেইন তালাতও দ্রুত ফিরে যান।

পাকিস্তান ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা অধিনায়ক সালমান আগা ১৪ রান করেছেন। তার সঙ্গী উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। শাহিবজাদা ৪ রান করে তাসকিনের বলে ক্যাচ দিয়েছেন। সাইম শূন্য রানে ফিরেছেন। ফখর ১৩ রানে আউট হয়েছেন।

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেননি লিটন দাস। পাকিস্তানের বিপক্ষেও নেই তিনি। ভারতের বিপক্ষে ছিলেন না তাসকিন আহমেদ। তাকে ফেরানো হয়েছে। স্পিন আক্রমণে শেখ মাহেদীও আছেন। বাদ দেওয়া হয়েছে ওপেনার তানজিদ তামিম, স্পিনার নাসুম আহমেদ ও পেসার সাইফউদ্দিন।

দুই ম্যাচে জিতে ভারত এরই মধ্যে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে। শ্রীলঙ্কা দুই ম্যাচে হারায় এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আজকের ম্যাচে জয়ী দল তাই খেলবে ফাইনালে।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ূব, সালমান আঘা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।



Leave Your Comments




খেলাধুলা এর আরও খবর