প্রকাশিত : ১৫:০৩
২৫ সেপ্টেম্বর ২০২৫
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলেননি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি খেলছেন না, যেখানে জিতলে এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ, আর হারে বিদায় নিশ্চিত।
ম্যাচের আগে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক জাকের আলী।
ভারতের বিপক্ষে ছিলেন না তাসকিন আহমেদও। তাকে ফেরানো হয়েছে পাকিস্তানের বিপক্ষে। মূলত পাকিস্তানকে টার্গেট করে বিশ্রাম দেওয়া হয়েছিল অভিজ্ঞ এই পেসারকেও। স্পিন আক্রমণে শেখ মাহেদীকেও রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ওপেনার তানজিদ তামিম, স্পিনার নাসুম আহমেদ ও পেসার সাইফউদ্দিন।
তাদের জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান, শেখ মাহেদী ও তাসকিন আহমেদ। পাকিস্তান অপরিবর্তিত দল নিয়ে খেলছে।
দুই ম্যাচে জিতে ভারত এরই মধ্যে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে। শ্রীলঙ্কা দুই ম্যাচে হারায় এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আজকের ম্যাচে জয়ী দল তাই খেলবে ফাইনালে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ূব, সালমান আঘা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।