প্রকাশিত : ১৬:৩৬
২৪ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৭:১৬
২৪ সেপ্টেম্বর ২০২৫
ফ্যাসিস্ট ও লুটেরা শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংস্থাটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান তিনি। অবহিত করেন, সংস্কার কার্যক্রম এবং ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিন তার সঙ্গে সাক্ষাৎ হয় বিশ্ব নেতাদের।
এদিন, ড. ইউনূস বৈঠক করেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সঙ্গে। শেখ হাসিনার আমলে পাচারের অর্থ ফেরাতে সংস্থাটির সহায়তা চান তিনি। অবহিত করেন, আর্থিক খাতের সংস্কার ও বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এই নির্বাচনের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছি সেগুলোর বিষয়ে অবহিত করা হয়েছে। এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো, সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ২৩৪ বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে পাচার হয়েছে সেই টাকাটা ফেরানোর বড় একটা প্রায়োরিটি হিসেবে উনি আলাপ করেছেন। আপনারা জানেন বিশ্বব্যাংক এগুলোর ব্যাপারে তাদের অভিজ্ঞদের দিয়ে এগুলোর বিষয়ে অনেক সাহায্য করে।
সাইডলাইনে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে দেখা করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে পূর্ণ সমর্থন চান ডব্লিউটিওর।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ২০২৬ সালের শেষের দিকে আমাদের এলডিসির গ্র্যাজুয়েশন হওয়ার কথা। যদিও আমাদের বিজনেস ম্যানরা এ বিষয়ে ডিলে করার কথা বলছেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্থোনি আলবানিজের। এসময় ড. ইউনূস প্রতিশ্রুতি দেন আগামী ফেব্রুয়ারির শুরুতে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বাংলাদেশে।
এছাড়া নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা এবং প্যারিসের মেয়রের সঙ্গেও সাক্ষাত হয় ড. ইউনুসের। বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, ইতালি প্রধানমন্ত্রী, কসোভার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।