প্রকাশিত :  ১২:৩০
২৪ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:২৮
২৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতের বিখ্যাত কেয়ার হাসপাতালের সাথে সিলেট মেডিকেয়ারের পরিচিতি সভা অনুষ্ঠিত

ভারতের বিখ্যাত কেয়ার হাসপাতালের সাথে সিলেট মেডিকেয়ারের পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেট-এর রোগী, রোগীর স্বজন, চিকিৎসক, হেলথকেয়ার ফেসিলেটর এবং স্বাস্থ্য সেবা খাতে সংশ্লিষ্টদের কাছে দেশের ভিতরে এবং বাইরের বিখ্যাত হসপিটাল চেইনগুলোকে পরিচয় করিয়ে দেয়ার ক্রম ধারাবাহিকতায় সিলেট মেডিকেয়ার এবার ভারতের বিখ্যাত কেয়ার হাসপাতাল-এর সাথে এক পরিচিতি সভার  আয়োজন করে। সিলেটের স্থানীয় একটি রেস্টুরেন্টের কনাফারেন্স রুমে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কেয়ার হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের রিজিওনাল ম্যানেজার জনাব কাজী গিয়াসউদ্দিন।

সিলেট মেডিকেয়ার কো-ফাউন্ডার রেদা মঈন রেজার সঞ্চালনায় পরিচালিত এই সভায় কেয়ার হাসপাতালের পরিচিতি, শাখা সমূহ-এর অবস্থান, বিভিন্ন বিভাগের স্পেশিয়ালিটি, সিলেট তথা বাংলাদেশের রোগীদের জন্য অফারসমূহ তুলে ধরা হয়।

কেয়ার হসপিটালস ভারতের ৬টি রাজ্যের ৭টি শহরে এবং বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রামে ২টি হাসপাতাল পরিচালনা করছে। হাসপাতালটি হৃদরোগের জন্য একটি বিষেশয়িত কেন্দ্র হিসাবে শুরু হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি অন্যান্য বিশেষয়িত চিকিৎসা সেবাও  অন্তর্ভুক্ত করে সাফল্যের সাথে অগ্রসর হচ্ছে। হাসপাতালটির বানজারা হিলস এবং হাইটেক সিটিতে অবস্থিত ২টি ফ্ল্যাগশিপ হাসপাতালে বাংলাদেশী রোগীদের ডেডিকেটেড টীম এবং দোভাষী এর ব্যবস্থা বয়েছে। পাশাপাশি দেশের ভিতরে ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত এভারকেয়ার হাসপাতালের রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে।

পরিচিতি সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার চৌধুরী নূর তামাম, কো-ফাউন্ডার শাহরিয়ার মুমিত জনি, কো-ফাউন্ডার আব্দুল করিম জোনাক, পুষ্টিবিদ ডাঃ তাপস দেব  রাহুল, মুশফিকুস সামাদ চৌধুরী, বিশ্বজিৎ সমাদ্দার, সন্দীপন নন্দী, রাসেল আহমদ, ঈমাম হোসেন, মফিজুর রহমান মাহাদ, সাইফ, সোহাগ আহমদ, মোহাম্মদ আমাদ, জাকির হোসেন প্রমুখ।

সিলেট অঞ্চলের আগ্রহী রোগী এবং তাদের আত্মীয়রা সিলেট মেডিকেয়ার টিমের সাথে যোগাযোগ করতে পারেন, যা রাংমহল টাওয়ারের ১ম তলায়, 243/C, ব্যবসা বাজার রোড, সিলেট, বাংলাদেশে অবস্থিত। যোগাযোগ #:  +8801893-891212 / +8801715-029018 অথবা তাদের ফেসবুক পেজ পরিদর্শন facebook.com/sylhetmedicare করতে পারেন। 


Leave Your Comments




স্বাস্থ্য এর আরও খবর