প্রকাশিত :  ০৯:৩৭
২২ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:০০
২২ সেপ্টেম্বর ২০২৫

‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পাচ্ছে পূজায়

‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পাচ্ছে পূজায়

গোয়েন্দা সিনেমা নির্মাতা নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ আসন্ন দুর্গাপূজা উৎসবে মুক্তি পাচ্ছে । এরই মধ্যে মুক্তির তারিখ চূড়ান্ত করেছে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। পূজার উৎসবে রিলিজের জন্য চলচ্চিত্রটি বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতিতে নাম এন্ট্রি করেছে।

চলচ্চিত্রটির প্রযোজক এবং পরিচালক দুজনই নিশ্চিত করেছেন আসন্ন পূজার উৎসব উপলক্ষে ৩ অক্টোবর রিলিজ হবে ‘ব্যাচেলর ইন ট্রিপ’।

আম্মাজান ফিল্মস প্রযোজিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ।

পরিচালক নাসিম সাহনিক বলেন, ‘চলচ্চিত্রটি দেখার সময় জীবনের নানা লক্ষ্য-উপলক্ষ দর্শককে ভাবাবে। কমেডি উপাদানগুলো দেবে নির্মল আনন্দ। বন্ধুবান্ধব, পরিবারপরিজন, সঙ্গীকে নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য, সময়টিকে উপভোগ করার জন্য ‘ব্যাচেলর ইন ট্রিপ’ দেখা যেতে পারে।’

অভিনেতা মুকিত জাকারিয়া বলেন, ‘ঈদ উৎসবের পর পূজার উৎসেবও আমার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। চলচ্চিত্রটি পরিচালক নাসিম সাহনিক বেশ যত্ন নিয়ে বানিয়েছেন। আশা করি, দর্শক চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হবে।’

অভিনেত্রী শিরিন শিলা বলেন, ‘চলচ্চিত্রটিতে আমার চরিত্রটি দারুণ। আমি সর্বাত্মক চেষ্টা করেছি চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলার। এই চলচ্চিত্রের সব শিল্পী বেশ মেধাবী। টানটান উত্তেজনাময় চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ একটি ট্রাভেল স্টোরি। সঙ্গে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়। চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা- পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি।

এ ছাড়া গল্পে আরও দেখা যাবে, সমুদ্রপাড়ে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও। যা চলচ্চিত্রটিকে আরও টানটান উত্তেজনাময় করে তুলবে বলে আশাবাদী নির্মাতা।

চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চলচ্চিত্রটির শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি চলচ্চিত্রটির ট্রেইলার উন্মোচন করা হয় এবং গান প্রদর্শন করা হয়।


Leave Your Comments




বিনোদন এর আরও খবর