প্রকাশিত : ০৮:২২
২১ সেপ্টেম্বর ২০২৫
দীপিকা পাডুকোন দুই দিন আগেই নাগ অশ্বিনের ‘কাল্কি’ সিনেমার সিক্যুয়াল থেকে বাদ পড়েন । সেই আবহের মাঝেই অভিনেত্রীর পোস্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখ খানের হাত শক্ত করে নিজের হাতে ধরে আছেন দীপিকা।
১৮ বছর আগে হাতে ধরে এভাবেই ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী দীপিকাকে পথ চলতে শিখিয়েছিলেন কিং খান।
নতুন ছবি ঘোষণার আগে ১৮ বছর আগের সেই দিনে ফিরে গেলেন অভিনেত্রী। বিশেষ ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ তৈরির সময় ওর কাছ থেকে প্রথম যে শিক্ষা পেয়েছিলাম, তা হলো একটা ছবি তৈরির অভিজ্ঞতা, এবং যাদের সঙ্গে সেই ছবি তৈরি হচ্ছে, তা সব সময় সাফল্যের থেকে অনেক বেশি।”
দীপিকা আরো লেখেন, “এই শিক্ষার সঙ্গে আমি সহমত এবং এই কথাই প্রত্যেক সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখি। সেই কারণেই কি আমরা একসঙ্গে ষষ্ঠ ছবি নিয়ে ফিরছি?”
হ্যাশট্যাগে রয়েছে ‘কিং’ ও ‘ডে ওয়ান’।
ফলে এটা স্পষ্ট, শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। দীপিকার পোস্টে মন্তব্য করেছেন স্বামী রণবীর সিংও।
অনুরাগীরা তার বক্তব্যে কটাক্ষের আভাস ধরতে পেরেছে। ‘কাল্কি ২৮৯৮ এডি’র নির্মাতাদের উদ্দেশেই এই সূক্ষ্ম বার্তা দিয়েছেন দীপিকা, মানছেন অনুরাগীরা।