প্রকাশিত :  ০৯:৪৬
২০ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৪৯
২০ সেপ্টেম্বর ২০২৫

বছরের শেষ সূর্যগ্রহণ রোববার, কোন কোন দেশ থেকে দেখা যাবে

বছরের শেষ সূর্যগ্রহণ রোববার, কোন কোন দেশ থেকে দেখা যাবে

বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে রাত পোহালেই। এটি হবে আংশিক সূর্যগ্রহণ, যা বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। তবে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকেরা উপভোগ করতে পারেন এই দৃশ্য।

চাঁদ যখন তার কক্ষপথে চলতে চলতে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, তখন পৃথিবীর কিছু নির্দিষ্ট স্থানের মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটিকে সূর্যগ্রহণ বলা হয়। সাধারণত এটি অমাবস্যার পর নতুন চাঁদ ওঠার সময় ঘটে।

বাংলাদেশ সময়ে সূর্যগ্রহণের কখন?

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর বিএসটি সময় ২৩টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণের সময় ২২ সেপ্টেম্বর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ২২ সেপ্টেম্বর ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। সূর্যগ্রহণের ব্যাপ্তিকাল থাকবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।

বছরের শেষ সূর্যগ্রহণ রোববার, কোন কোন দেশ থেকে দেখা যাবে

চলতি মাসেই সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

কোন কোন দেশে থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ?

নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে। গ্রহণটির কেদ্রীয় গতিপথের বিবরণও দিয়েছে আইএসপিআর।

সংস্থাটি জানায়, ২১ সেপ্টেম্বর গ্রহণ শুরু যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।

গ্রহণ শেষ অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে ১৭টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে। সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা থাকবে ০ দশমিক ৮৫৫।



Leave Your Comments




আরও এর আরও খবর