প্রকাশিত : ১৯:৩৩
১৮ সেপ্টেম্বর ২০২৫
কমনওয়েলথ হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে এবং হ্যান্ডবল মালদ্বীপের ব্যবস্থাপনায় মালদ্বীপে অনুষ্ঠিত '১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫' প্রতিযোগিতায় বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল প্রথম খেলায় সাউথ আফ্রিকার বিপক্ষে ৫৩-২৭ গোলের ব্যবধানে জয়লাভ করেছে।
বর্ণিত ম্যাচে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের পক্ষে বিজিবির সিপাহী খোকন মোল্লা ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও স্বাগতিক মালদ্বীপ অংশগ্রহণ করেছে।