প্রকাশিত :  ১৯:১৩
১৬ আগষ্ট ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:১৯
১৬ আগষ্ট ২০২৫

আলাস্কা বৈঠক: বিশ্বকূটনীতির নতুন দিকচিহ্ন

আলাস্কা বৈঠক: বিশ্বকূটনীতির নতুন দিকচিহ্ন
সংগ্রাম দত্ত
নীরবতার মধ্যেই শেষ হয়েছে আলাস্কা শীর্ষ বৈঠক। বৈঠকটি যে অনুষ্ঠিত হয়েছে, সেটাই আজকের অস্থির পৃথিবীতে এক ইতিবাচক দিক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠককে “গ্রেড A10” বলে অভিহিত করলেও, যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা কোনো প্রশ্নের উত্তর দেননি। কূটনীতির জগতে নীরবতা প্রায়শই কথার চেয়েও ভারী বার্তা বহন করে। সেই নীরবতাই এখন বিশ্লেষণের খোরাক হয়ে উঠেছে।

ইউক্রেন যুদ্ধ: অমীমাংসিত সমীকরণ
বৈঠকের ঘোষণায় ইউক্রেন যুদ্ধের অবসান আসবে—এমন সরল প্রত্যাশা কেউই করেনি। প্রকৃতপক্ষে, শান্তি প্রতিষ্ঠার জন্য জেলেনস্কি ও পুতিনের সরাসরি বৈঠক ছাড়া বাস্তব সমাধান সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ সেখানে অত্যাবশ্যক। আলাস্কার আলোচনায় এই প্রয়োজনীয়তার ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্প নিজেও জানিয়েছেন, তিনি ভবিষ্যতে এমন আলোচনায় যোগ দিতে প্রস্তুত।

শক্তির ভারসাম্যে সূক্ষ্ম পরিবর্তন
ভারত–মার্কিন সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া থেকে তেল আমদানির কারণে টানাপোড়েনে ছিল। আলাস্কা বৈঠকে এই জটিলতা কিছুটা প্রশমিত হয়েছে বলে ইঙ্গিত মিলেছে। যদিও তা পূর্ণাঙ্গ সমাধান নয়, তবে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে একটি পদক্ষেপ বলা যেতে পারে। এটি ইঙ্গিত করে, বৈশ্বিক জ্বালানি বাজারও কূটনীতির জটিল খেলায় একটি কেন্দ্রীয় ভূমিকা নিচ্ছে।

পুতিনের চাল ও অনিশ্চিত ভবিষ্যৎ
পুতিন প্রস্তাব করেছেন, পরবর্তী বৈঠক মস্কোতে হোক। যদিও সিদ্ধান্ত হয়নি, তবে প্রস্তাবটি কূটনৈতিক এক ধরণের মনস্তাত্ত্বিক চাপ। কারণ, আলোচনার ভৌগোলিক অবস্থানও প্রায়শই ক্ষমতার ভারসাম্যের প্রতীক হয়ে দাঁড়ায়।

ওয়াশিংটন বৈঠক: সম্ভাবনার জানালা
সবশেষে আসছে ওয়াশিংটন অধ্যায়। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। শুধু দ্বিপাক্ষিক আলোচনা নয়, এখানে প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও উঁকি দিচ্ছে। জেলেনস্কি ইতোমধ্যেই সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এটি যদি বাস্তবায়িত হয়, তাহলে ইউরোপীয় নিরাপত্তা, জ্বালানি বাজার ও যুদ্ধের ভবিষ্যৎ সমীকরণে নতুন পথ উন্মোচিত হতে পারে।

জটিল বিশ্ব, কঠিন পথ
আজকের বিশ্ব এক গভীর জটিলতায় আবদ্ধ। কূটনীতির নীরবতা যেমন ভবিষ্যৎ বার্তার বাহক, তেমনি প্রতিটি পদক্ষেপ হতে পারে বৈশ্বিক শক্তি-সমীকরণের পুনর্লিখন। এখানে বেঁচে থাকা কঠিন, আর ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলা আরও কঠিন। যোগ্যতর নেতৃত্ব ও কৌশলী রাষ্ট্রনীতিই শেষ পর্যন্ত টিকে থাকবে—অন্যরা অনিবার্যভাবে ছিটকে পড়বে।

Leave Your Comments




মত-বিশ্লেষণ এর আরও খবর