প্রকাশিত :  ০৮:২৭
১৩ আগষ্ট ২০২৫

সিলেটের লুট হওয়া সাদা পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুদক

সিলেটের লুট হওয়া সাদা পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিছুক্ষণের মধ্যেই এ অভিযান শুরু হবে। দুদকের সিলেট সমন্বিত কার্যালের কর্মকর্তারা অভিযানের নেতৃত্ব দেবেন।

আজ বুধবার (১৩ আগস্ট) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তানজির বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যাক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিছুক্ষণের মধ্যেই এ অভিযান শুরু হবে।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শত শত ট্রাকে করে পাথর সরিয়ে নেওয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করে দৈনিক কালবেলা। এ ছাড়া কালবেলায় পাথর লুটপাট নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। 


Leave Your Comments




ভ্রমণ এর আরও খবর