প্রকাশিত :  ০৭:৫৭
০৮ আগষ্ট ২০২৫

আমিরাতে আজকের জুমা’র খোৎবা : হে তরুণ! তোমার তারুণ্য

আমিরাতে আজকের জুমা’র খোৎবা : হে তরুণ! তোমার তারুণ্য

মো : ফেরদৌস আহমাদ 

সম্মান ও প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি মানবজাতিকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন এবং তরুণ সমাজকে করেছেন জাতির শক্তি ও গৌরবের প্রতীক।

আমরা সাক্ষ্য দিচ্ছি, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বান্দা ও রসূল।

হে ঈমানদারগণ!

“আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের উচিত ভেবে দেখা, সে আগামী জীবনের জন্য কী প্রস্তুত করে রেখেছে।”

— সূরা আল-হাশর : ১৮

প্রিয় মুসলমান ভাইয়েরা!

আজকের খোৎবা তরুণ প্রজন্মকে নিয়ে। কারণ, তারাই বর্তমান সময়ের আয়না, ভবিষ্যতের লক্ষ্য-উদ্দেশ্য, এবং জাতির স্বপ্নের বাহক। দেশের উন্নয়ন ও মর্যাদা অর্জনে তাদের মেধা ও শ্রম অপরিহার্য।

হে তরুণ সমাজ!

আল্লাহ তোমাদেরকে জ্ঞান ও বুদ্ধিমত্তা দান করেছেন। তাই তাঁর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখো।

“তারা কয়েকজন যুবক, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিলো। আর আমি তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছিলাম।”

— সূরা আল-কাহফ : ১৩

হে যুবক ভাই ও বোনেরা!

এই বয়স ইবাদতের জন্য শ্রেষ্ঠ সময়। এরচেয়ে উত্তম সুযোগ আর আসবে না।

“ঈমানদার নারী-পুরুষের কেউ সৎ আমল করলে, আমি তাকে পবিত্র জীবন দান করবো।”

— সূরা আন-নাহল : ৯৭

জ্ঞান রাখো, যৌবন একটি বড় নেয়ামত। এটি এক অনন্য সুযোগ।

রাসূল (সা.) বলেন:

“পাঁচটি জিনিস হারানোর আগে পাঁচটি জিনিসের কদর করো। এর একটি হলো— বৃদ্ধ হওয়ার আগে যৌবনের কদর করো।”

— ছহীহুত তারগীব: ৩৩৫৫

আরো বলেন:

“কিয়ামতের দিন, বান্দা পাঁচটি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত এক কদমও সামনে যেতে পারবে না। এর একটি প্রশ্ন হবে: ‘তুমি তোমার যৌবন কোথায় ব্যয় করেছিলে?’”

— তাবরানী: ১১১

সময়কে অপচয় কোরো না।

এর প্রতিটি মুহূর্তের কদর করো।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন:

“যে ব্যক্তি দুনিয়া বা আখিরাতের কোনো কাজ করেনা, আমি তাকে ঘৃণা করি।”

— হিলইয়াতুল আওলিয়া: ১/১৩০

হে যুবক!

মনোবল দৃঢ় করো, ব্যবসা-বাণিজ্যের জন্য নিজেকে প্রস্তুত করো।

আব্দুল্লাহ ইবনে জাফর (রাঃ) যখন ব্যবসা শুরু করলেন, রাসূল (সা.) দোয়া করলেন:

“হে আল্লাহ! তাঁর ব্যবসায় বরকত দান করো।”

— আবু ইয়ালা: ২/১৬৮

জীবনে অগ্রগতি অর্জনে বড়দের অনুসরণ করো, তাদের কাছ থেকে জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণ করো। তা না হলে ব্যর্থ হতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন যায়েদ (হাফিযাহুল্লাহ) বলেন:

“এই দেশের উন্নতি ও সমৃদ্ধি নিহিত যুবসমাজে, যারা জ্ঞান ও প্রযুক্তি চর্চায় নিয়োজিত।”আরো বলেন:

“কিয়ামতের দিন, বান্দা পাঁচটি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত এক কদমও সামনে যেতে পারবে না। এর একটি প্রশ্ন হবে: ‘তুমি তোমার যৌবন কোথায় ব্যয় করেছিলে?’”

— তাবরানী: ১১১

সময়কে অপচয় কোরো না।

এর প্রতিটি মুহূর্তের কদর করো।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন:

“যে ব্যক্তি দুনিয়া বা আখিরাতের কোনো কাজ করেনা, আমি তাকে ঘৃণা করি।”

— হিলইয়াতুল আওলিয়া: ১/১৩০

রাসূল (সা.) বলেন:

“যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতার অভ্যাস ত্যাগ করবে, আল্লাহ তাকে অভাবমুক্ত করবেন।”

— ছহীহ বুখারী: ১৪৬৯

— ছহীহ মুসলিম: ১০৫৩

যারা সক্ষম, তারা বিবাহের প্রস্তুতি গ্রহণ করো।

রাসূল (সা.) বলেন:

“হে যুব সমাজ! তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে, তারা যেনো বিবাহ করে। কেননা, এটি দৃষ্টিকে সংযত ও লজ্জাস্থানকে হেফাজত করে।”

— ছহীহ বুখারী: ১৯০৫

— ছহীহ মুসলিম: ১৪০০

যৌবনে হতাশ হয়ো না।

নিজের জন্য কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করো। আল্লাহর সাহায্য চাও, এবং নিজেকে দুর্বল ভাবো না। রাসূল (সা.) বলেন:

“নিজের উপকারে আসা কাজে নিজেকে নিয়োজিত করো, আল্লাহর কাছে সাহায্য চাও, এবং হীনমন্যতায় ভুগো না।”

— ছহীহ মুসলিম: ২৬৬৪

ইয়া আল্লাহ! আমাদের তরুণ সমাজকে হেদায়েত দিন।

তাদেরকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করুন।

আমাদের পিতা-মাতাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।


মুফতি এম কিউ এম সাইফুল্লাহ মাহরুজ্জামান
খতীব
আব্দুল্লাহ আথ-সানি গভর্নমেন্ট জামে মসজিদ
সাইফ জোন, শারজাহ, ইউএই

Leave Your Comments




ধর্ম এর আরও খবর