প্রকাশিত :  ১৯:৪৪
০৪ আগষ্ট ২০২৫
সর্বশেষ আপডেট: ১৯:৫০
০৪ আগষ্ট ২০২৫

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

সংগ্রাম দত্ত: চারিদিকে সবুজে ঘেরা বনাঞ্চল, হাওর ও চা বাগান দ্বারা আবৃত শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামের হাওরের সাইটালা খামারবাড়ি-২ এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে। পরে লজ্জাবতী বানরটিকে স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও সংলগ্ন হাওরের সাইটোলা খামারবাড়ি-২ এলাকায় হঠাৎ একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়েন ও স্থানীয়দের অনেকেই বনমানুষ ভেবে আটক করে রাখেন । মুহূর্তের মধ্যেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটির পরিচয় শনাক্ত করে উদ্ধার করে নিয়ে আসেন।

Leave Your Comments




ভ্রমণ এর আরও খবর