প্রকাশিত : ১১:১০
৩০ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট: ১১:১৫
৩০ ডিসেম্বর ২০২১
২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ দেয়ার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং আমরা টেকনোলজিস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আমরা টেকনোলজিস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাবববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির ৩২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদ আগের ঘোষিত লভ্যাংশ দেয়ার সিদ্ধান্তে পরিবর্তন এনে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৪৫ পয়সা। আর ৩০ জুন এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৩ পয়সা। এছাড়া আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে দুই টাকা ১০ পয়সা।
আমরা নেটওয়ার্কস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাবববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদ আগের ঘোষিত লভ্যাংশ দেয়ার সিদ্ধান্তে পরিবর্তন এনে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৪ পয়সা। আর ৩০ জুন শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯ পয়সা। এছাড়া আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে পাঁচ টাকা ১৯ পয়সা।
‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৬ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯১ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির মোট পাঁচ কোটি ৬২ লাখ ২৩ হাজার ৬৮২টি শেয়ারের মধ্যে ৩৩ দশমিক শূন্য চার শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ২৩ দশমিক ৭৫ শতাংশ, বিদেশি ১৫ দশমিক ৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ২৩ শতাংশ শেয়ার রয়েছে।